Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০২৩

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর বীজ প্রত্যয়ন এজেন্সী সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা ৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-08-31

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর বীজ প্রত্যয়ন এজেন্সী সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা আজ ৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বীজ প্রত্য়য়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জনাব মো: রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব, পিপিসি অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, জুম প্লাটফর্মে উপস্থিত ছিলেন। কৃষিবিদ জনাব আহমেদ শাফী, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী সভাপতির দায়িত্ব এবং পরবর্তীতে কারিগরি সেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। জনাব আমিনা বেগম, অতিরিক্ত উপপরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং) ও এসডিজি ফোকাল পয়েন্ট কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বীজ প্রত্যয়ন এজেন্সীর সক্ষমতা বৃদ্ধি, বীজ প্রত্যয়ন সংক্রান্ত প্রশিক্ষণ মডিউল তৈরি, বিশ্বের অন্যান্য দেশের বীজ প্রত্যয়ন বিষয়ে ধারণা গ্রহণ, কৃষকের বীজের মান সংরক্ষণসহ এসডিজি সূচক অর্জনে সংস্থার করণীয় বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য দপ্তর সংস্থার এসডিজি বিষয়ক ফোকাল পয়েন্ট/ বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।